শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

কিভাবে বুঝবেন আপনার বাড়িতে দুষ্ট বা শয়তান জিনের বসবাস।

কিভাবে বুঝবেন আপনার বাড়িতে জিনের বসবাসঃ  

কিভাবে বুঝবেন আপনার বাড়িতে জিনের বসবাস

কিভাবে বুঝবেন আপনার ঘরে দুষ্ট জিন অথবা আপনার বাড়িতে খারাপ জ্বিনের বসবাস রয়েছে কিনা? 
জ্বিন এক অদৃশ্য জাতি মানব চোখে এদের দেখা কখনো সম্ভব না। যদি কেউ সরাসরি জিনের আকার আকৃতি দেখে তাহলে সাথে সাথে সে অজ্ঞান হয়ে যাবে। সশরীরে তাদেরকে দেখা খুবি দুস্কর ব্যপার।  মতভেদ হিসেবে জ্বিন জাতি চার জায়গায় বসবাস করে। 

১। মানুষের বসতবাড়ি ও টয়লেটে বসবাস করে।    
২। পরিত্যক্ত জায়গায় বা নির্জন জায়গায় বসবাস করে।      
৩। খাল, বিল ও পানিতে বসবাস করে।  
৪। বড় বড় গাছ যেমন বটগাছ, শিমুলগাছ, তালগাছ, আমগাছ, ও শেওড়া গাছ ইত্যাদিতে বসবাস করে। 

 
বেশিরভাগ জ্বিন সাপ এবং কুকুরের বেশে চলাফেরা করে। স্থান ভেদে এরা অন্য আকৃতি ও ধারণ করে থাকে। প্রকৃতপক্ষে এরা সাপ ও কুকুরের বেশ ধারণ করে থাকে বেশি। এজন্য সাপ দেখলে তিন বার বলা উচিৎ জ্বিন হলে চলে যাও যদি না যায় তখন বুঝতে হবে আসলেই সাপ। আর কুকুর হিসেবে এরা কাল কুকুরের বেশ ধারণ করে থাকে বেশি। আর হাদিসে কাল কুকুর কে শয়তান বলেই আখ্যায়িত করা হয়েছে। 

আপনার ঘরে বা বাড়িতে  জ্বিনের বসবাস আছে কিনা যেভাবে বুঝবেনঃ 

 ১। ঘরে রক্তের ছিটা পাওয়া।
২। ঘরে পানির ছিটা পাওয়া। অর্থাৎ কোন কারণ ছাড়া রক্ত এবং পানির ছিটা পাওয়া। 
৩। লম্বা বা গোল আকারে কাপড় কাটা পাওয়া, অনেক সময় পরিধানের কাপড় চোখের সামনে ছিড়ে যাচ্ছে দেখতে পাওয়া।
৪। গোশতের টুকরা পাওয়া। 
৫। আচমকা ভাবে ঘরের জিনিসপত্র পড়ে যাওয়া।  
৬। ঘরের ভিতরে অজানা আওয়াজ শুনতে পাওয়া।
৭। ঘরের ভিতরে জিনিসপত্র ঘুছিয়ে রাখার পরেও উলট পালট দেখতে পাওয়া।
৮। ঘরের ছাদে বা টিনের উপর ঢিলের শব্দ হলে।
৯। যদি শিশু বাচ্চা রাত্রে কিছুক্ষন পর পর কান্নাকাটি করলে। তবে খেয়াল করবেন অসুস্থার জন্য কাঁদছে কিনা। 
১০। বাড়িতে কোন সদস্য অস্বাভাবিক আচরণ করলে। যেমন মাথার চুল ছিড়া, মাটিতে শুয়ে লাফালাফি করা অথবা গুংরানোর আওয়াজ করা। 

ঘরের বাহিরে যে লক্ষণগুলি পাবেনঃ

১। চলাফেরার ক্ষেত্রে ঝড় বৃষ্টি নেই পানির ছিটা নিজের উপরে পড়ছে এমন দেখা।
২। পিচ্ছিল খেয়ে পড়ার সম্ভাবনা নেই অথচ আপনি পড়ে গেছেন।
৩। বাসার ছাদে মানুষ নেই অথচ মানুষের আওয়াজ পাওয়া ইত্যাদি। 

বিস্তারিত জানতে নিচের ভিডিও টি দেখুনঃ 

শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

0 coment rios: