সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

প্রেম কি পাপ!

প্রেম কি পাপ! 
অনেকেই মনে করেন প্রেম করা পাপ এটা না হয় মেনে নিলাম, কিন্তু মনের ভিতরে সম্পর্ক রাখা তো আর গুনাহ না। তবে যারা এমনটা ধারনা করেন, বা এমনটা বিশ্বাস রাখেন, কথায় কথায় প্রেমকে জায়েজ করার জন্য এসব বিভিন্ন যুক্তি দেখান, আসলে তারা মুসলিম হয়েও নিজের ধর্ম সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক ছাড়া আর কিছুই না!  

বিয়ের আগে কোন বেগানা ছেলে মেয়েদের মধ্যে প্রেম বলুন, ফ্রেন্ডশিপ বলুন, মানসিক কিংবা শারিরীক সম্পর্ক বলুন, জাস্ট ফোনে কথা বলা, চ্যাট করা যা-ই বলুন না কেন সবগুলোই "যিনা" যা ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে।  

প্রেম কি পাপ!

হাদিসে এসেছে  
চোখ দিয়ে তাকানো চোখের যিনা, কান দিয়ে শোনা কানের যিনা, ফোন আলাপ, রোম্যান্টিক আলাপ শোনা), হাত দিয়ে স্পর্শ করা হাতের যিনা, রোম্যান্টিক কথাবার্তা বলা জিহ্বার যিনা, (ডেটিং বা অশ্লীল কাজের জন্য) হেঁটে গেলে পায়ের যিনা, যিনার কল্পণা করা ও আকাংখা করা মনের যিনা ( আপনি একটা বেগানা মেয়েকে ও ছেলেকে নিয়ে যা কল্পনা করেন সবই এক প্রকার যিনা। 
অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়”।
সহীহ আল-বুখারী, সহীহ আল-মুসলিম,
সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসায়ী।
এখন যারা প্রেমকে নানা যুক্তি দেখিয়ে হালাল করতে চান তারাই বলুন হাদিসের কোন দিক দিয়ে প্রেম নামক "যিনা"কে হালাল করা হল? 

আল্লাহ তাআ’লা সব যিনাকে হারাম ঘোষণা করে বলেনঃ
“আল্লাহ্‌ পাক বলেছেন তোমরা যিনার ধারে কাছেও যেও না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ"। (সূরা বনী ইসরাঈলঃ ৩২)
বিয়ের আগে ছেলে-মেয়েদের প্রেমের সম্পর্ক, বন্ধুত্ব যে হারাম, এ নিয়ে কোরাআন- হাদিসে প্রমাণের অভাব নেই।  

যারা আল্লাহ ও রাসূলের উপর বিশ্বাস রাখে তাদের জন্য ১ টা আয়াত, ১ টা হাদিস ই যথেষ্ট হারাম পথ থেকে ফিরে আসার জন্য।

বিয়ের আগে সব রকমের প্রেম ভালবাসা অবৈধ, অপবিত্র কারণ তা শয়তানের কুমন্ত্রণা থেকে আসে!
কারন  রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ
"কোন পুরুষ যখন একজন মহিলার সাথে নির্জনে সাক্ষাত করে ( হোক ফোনে, চ্যাট বা ডেটিং),তখন তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান।"তিরমিযী, মিশকাত
এই হলো হারাম প্রেম ভালবাসার অবস্থা। যারা এই ধরনের যিনা- ব্যভিচারের সাথে জড়িত দুনিয়া ও আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আর কবরের ভয়াবহ আযাব রয়েছে।

ভাই ও বোনেরা, এখনো সুযোগ আছে এই সকল হারাম ও শয়তানের পথ থেকে তাওবা করে ফিরে এসো!


আল্লাহ সকল যিনাকে হারাম করেছেন, এবং বিয়েকে করছেন হালাল।
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, "দুজনের পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের মত উত্তম আর কিছু নেই।"
(ইবন মাজাহ , ১৮৪৭)   

মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন  এবং মানার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

0 coment rios: