সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ডেনমার্কে স্কলারশিপ, ভিসা, চাকরি, পরিবার, খরচ সকল সুযোগ সুবিধা।

ডেনমার্কে স্কলারশিপ, ভিসা, চাকরি, পরিবার, খরচ সকল সুযোগ সুবিধা।

ডেনমার্কে আসার আগে অবশ্যই আর্টিকেলটি একবার হলেও পড়ুন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব।” (পড়াশোনা, পার্টটাইম চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি, প্রস্তুতি সব কিছু নিয়ে রিয়েল অভিজ্ঞতা শেয়ার করবো)

ডেনমার্কে আসার জন্য যে সকল প্রশ্ন করে থাকেঃ   
  • ভাই, ডেনমার্কে আসলে কি কাজ পাওয়া যায়?
  • বাসা পাওয়া কতটা কঠিন?
  • স্টুডেন্ট হয়ে টিকে থাকা যায় কি না?
  • পরিবার নিয়ে এলে কি বিপদ হবে?
  • পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া যায় কিনা? 
সবার মেসেজে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না। তাদের জন্যই আজকের এই পোস্ট।

ইউরোপ মানেই স্বর্গীয় সুখের স্থান এ কথা চিরন্তন সত্য নয়ো। ডেনমার্কে এসে চট করে চাকরি, ফ্ল্যাট, আর সুখী সংসারের ছবি সব কিছু বাস্তব জীবনে অনেক কঠিন। তাই যারা নতুন আসতে চান বা পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের এই লেখাটা। 

একটা রিয়েল গাইডলাইন – যা আপনার চোখ খুলে দেওয়ার মতো।

চাকরি পাওয়াঃ শুরুতেই না বুঝলে চাকরি পাওয়া বেশ কষ্টকর। ডেনমার্কে কাজ পেতে ৩-৪ মাস তো ন্যূনতম ধরে নিন, কারও কারও ৬-৭ মাসও লেগে যায়। আবার কারও কারও আসার পর পরই জব হয়ে যেতে পারে। এটা নির্ভর করে নিজের উপর। আপনি কতোটা গুরুত্ব দিয়ে, সোর্স জেনে বুঝে জব খুঁজতেছেন সেটার উপর।

আর এই সময়ে প্রতিমাসে খরচঃ 
  • বাসা ভাড়া ৩৫০০ – ৫৫০০ DKK
  • খাবার ২০০০ – ২৫০০ DKK
  • ট্রান্সপোর্ট, মোবাইল, সিপিআর, আনুষঙ্গিক  ২০০০ DKK (এখানে আরও খরচ বেশিও লাগতে, CPR এর একটা ব্যাপার আছে)
মোট খরচঃ ৮০০০ – ৯,০০০ DKK (প্রতি মাসে প্রায় দেড় লাখ বাংলাদেশি টাকা)। তিন মাসের বেকাপ না থাকলে চাকরি না পেলে জীবন অনেক কঠিন হয়ে যাবে। তিন মাসের খরচ হিসাব করলে দাঁড়ায় ২৪,০০০ – ২৭,০০০ DKK (বাংলাদেশি টাকায় ৩-৫ লাখ) 

কিভাবে চাকরি খুঁজবেন? 

অনলাইন জব সাইটঃ 
  1. jobindex.dk – সবচেয়ে জনপ্রিয় সাইট
  2. jobnet.dk – সরকারি জব পোর্টাল (CPR লাগবে)
  3. workindenmark.dk – আন্তর্জাতিকদের জন্য
  4. studenterguiden.dk – স্টুডেন্টদের পার্টটাইম জব
  5. LinkedIn, Indeed.dk – প্রফেশনাল জবের জন্য
অফলাইন কৌশলঃ
  • হাতে হাতে CV নিয়ে রেস্টুরেন্ট, দোকান, ক্যাফেতে দিয়ে আসুন।
  • পরিচিত কারও রেফারেন্সে চেষ্টা করুন এবং তার মাধ্যমে সিভি জমা দিন।
  • ফুড ডেলিভারি (Wolt, Just Eat) এসব এপ্লিকেশনে অ্যাপ্লাই করুন।  
সফল হতে যা দরকারঃ 
  • ড্যানিশ স্টাইলের পেশাদার CV 
  • ইংরেজি কমিউনিকেশন স্কিল বাড়ান। 
  • কোনো কাজকে ছোট না ভাবার মানসিকতা অর্থাৎ সকল কাজ করবেন।
  • সোশ্যাল কানেকশন— মানুষের সাথে ভালো ব্যবহার করলে কাজ আসবেই।

পরিবারসহ আসলে কেমন পরিস্থিতি?

পরিবারসহ ডেনমার্কে আসা একদিকে আনন্দ, অন্যদিকে বড় ধরণের চ্যালেঞনে। 
  • ভাড়ার জন্য বড় বাসা পাওয়া কঠিন এবং অনেক বেশি লিভিং খরচ। 
  • সিপিআর ডেলেতে গেলে স্কুল/হেলথ বেনিফিট পেতে সমস্যা হয়। 
  • কাজ না থাকলে মানসিক চাপ দিন দিন বেড়েই যাবে। 
  • একলা উপার্জনে পরিবার চালানো কঠিন একজনের আয় যথেষ্ট নয় তাই স্ত্রী কেও কাজ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে।  
পরিবার নিয়ে আসার আগে কিছু পরামর্শঃ  
পরিবার নিয়ে আসার আগে নিজে এসে আগে সেটআপ করে, তারপর বাসা ও চাকরি নিশ্চিত করে তারপর পরিবারের ভিসা প্রসেস করা সবচেয়ে নিরাপদ।

কোন ভার্সিটিতে আসবেন? পাবলিক ভার্সিটি বেস্ট চয়েস!

Top-ranked Danish Public Universities একটা লিস্ট দিলাম। 
  1. University of Copenhagen (KU) – সবচেয়ে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান 
  2. Aarhus University – গবেষণায় জন্য অত্যন্ত সমৃদ্ধ প্রতিষ্ঠান
  3. Aalborg University – বাস্তবভিত্তিক লার্নিং সিস্টেম পদ্ধতি অনুসরণ করে 
  4. Roskilde University – (গ্রুপ ও প্রকল্প) ভিত্তিক লেখাপড়া হয়।  
  5. University of Southern Denmark (SDU) – দক্ষতা নির্ভর ভিত্তিক কোর্স
  6. Copenhagen Business School (CBS) – বিজনেস ও অর্থনীতি ওয়ার্ল্ড ক্লাস  
কেন পাবলিক ভার্সিটি বেস্ট?
  • টিউশন ফি কম  
  • স্কলারশিপের সুযোগ
  • ইউরোপ জুড়ে এ সকল প্রতিষ্ঠান রিকগনিশন
  • পড়াশোনার শেষে ওয়ার্ক পারমিট সুবিধা

পরামর্শঃ প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয় যদি চাকরি না পান। সেভিংস থাকলেও দ্রুত ফুরিয়ে যায়। তাই প্রাইভেট ভার্সিটিতে না এসে পাবলিকে আসেন।


ডেনমার্ক যাওয়ার জন্য হেল্প কোথায় পাবেন? 

  • Bangladeshi Association of students and Alumni in Denmark (BASAD)। Facebook গ্রুপে প্রশ্ন করুন, অভিজ্ঞতা শেয়ার করুন। 
  • Bangladeshi in Denmark — ভাই-ব্রাদারদের একটা কমিউনিটিতে যোগ দিন। 
  • কোনো পরিচিত থাকলে আগেই জানান তাহলে বাসা ও চাকরি পেতে অনেক হেল্প পাবেন। 
 
ফ্রি কনসালটেশন চেক করুন ডেনমার্কের অফিশিয়াল সাইটে
  1. nyidanmark.dk
  2. studyindenmark.dk
আসার আগে চেকলিস্ট ফলো করুনঃ 
  1. ৪-৫ মাসের খরচ সেভ করে আনুন (৫ থেকে ৬ লাখ টাকা)
  2. সিভি প্রস্তুত করে আনুন যাতে চাকরি পেতে হেল্প করে। 
  3. ইংরেজি ভালোভাবে শিখে আসুন। 
  4. নিজের থাকার জায়গা ঠিক করে আসুন। 
  5. মানসিকভাবে সব ধরনের কাজের জন্য প্রস্তুত থাকুন। 
  6. দালাল বা ইউটিউবারদের মিথ্যা গল্প না দেখে বাস্তবতা জেনে আসুন।  

ডেনমার্কে আসা মানেই ইউরোপে চলে গেলাম এমন ব্যাপার নয়, এটা রীতিমতো যুদ্ধ। সঠিক প্রস্তুতি, ব্যক্তিগত গবেষণা এবং বাস্তবতা বুঝে এলে আপনি সফল হবেন। তা না হলে অনেকেই এসে ফিরে যেতে বাধ্য হয়। কাজেই সতর্ক থাকুন। প্রস্তুত থাকুন। নিজের স্বপ্ন নিজেই গড়ুন।

ট্যাগঃ 
ডেনমার্কে স্কলারশিপ পেতে কত সিজিপিএ লাগে?
ডেনমার্কে মাসিক বেতন কত?
ডেনমার্কের জন্য কত জিপিএ লাগে?
বাংলাদেশি শিক্ষার্থীদের ডেনমার্কে পড়তে কত টাকা লাগে?
ডেনমার্ক কাজের ভিসা ২০২৫-২০২৬
ডেনমার্ক ১ টাকা বাংলাদেশের কত টাকা
ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৫ খরচ
ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং 
ডেনমার্কে মাস্টার্স এপ্লাই করতে কি কি লাগে
ডেনমার্ক আবেদনের সময়সীমা ২০২৬  
বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কত টাকা লাগে
ডেনমার্ক সর্বনিম্ন বেতন কত


শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

0 coment rios: