গর্ভাবস্থায় কোমর ব্যথার কারণ ও প্রতিকারঃ
কোমর ব্যথা হওয়ার কারণঃ
- জরায়ু বড় হওয়ার কারণে মায়ের দেহের ভরকেন্দ্র পরিবর্তন হয়, যার ফলে পিঠের উপর অতিরিক্ত চাপ বাড়ে। এটার কারণে কোমর ব্যথা হতে পারে।
- প্রেগন্যান্ট অবস্থায় ওজন বাড়ে,দেহ আগের তুলনায় অনেক ভারী হয়। তাই পেশি ও গ্রন্থির উপর চাপ পড়ে।
- প্রসবের কিছুদিন আগে থেকে স্বাভাবিক প্রসবের প্রস্ততিসরুপ রিলাক্সিন হরমোনের প্রভাবে কোমরের জয়েন্টের লিগামেন্টগুলো শিথিল হয়ে যায় যার ফলে কোমরে ব্যথা বাড়ে।
- গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক চাপ বাড়ার কারণে কোমরে ব্যথা হতে পারে।
প্রতিকারের উপায়ঃ
- ব্যায়াম ও মেডিটেশন ব্যথা কমাতে সাহায্য করে। পিঠে ও কোমরে হালকা উষ্ণ সরিষার তেল দিয়ে মালিশ করা যেতে পারে।
- নিচু হয়ে ঝুঁকে মোটেই কোন কাজ করা যাবে না, সোজা হয়ে দাঁড়িয়ে বা বসে কাজ করতে হবে,ভারী কিছু বহন করা বা উঠানো যাবে না।
- পানি উষ্ণ গরম করে পরিষ্কার কাপড় দিয়ে সেক দিতে পারেন তাহলে অনেকটা আরাম লাগবে।
- চিত হয়ে কখনই শুবেন না সবসময় কাত হয়ে শুতে চেষ্টা করবেন। দুই পায়ের মাঝখানে এবং পিঠের নিচে বালিশ দিয়ে ঘুমালে মেরুদন্ডের চাপ অনেকটা কমে যাবে।
- উঁচু জুতা একেবারেই পরা যাবে না সবসময় সমান জুতা পরতে হবে, তাছাড়াও হালকা উঁচু নরম সেলের জুতা পরতে হবে।
- গর্ভাবস্থায় মোটেই শুয়ে বসে থাকবেন না বাড়ির খুটিনাটি কাজ করুন আর হাঁটাহাঁটি করা সবচেয়ে বেশি উত্তম।
0 coment rios: