রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

প্রায় একই নামের বাংলা সাহিত্যককর্ম ও সাহিত্যিকদের নাম।

প্রায় একই নামের বাংলা একাধিক সাহিত্যককর্ম রয়েছে,  বিভিন্ন চাকুরীর নিয়োগ পরীক্ষায় এই সকল সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে, কিন্তু বিভিন্ন পরীক্ষার সময় এই সকল সাহিত্য কর্মের ধরণ ও কবি সাহিত্যিকের নাম গড়মিল হয়ে যায়, কারণ প্রায় সবই একই নামের সাহিত্যকর্ম, কিন্তু কোনটা কাব্য,কোনটা উপন্যাস,কোনটা প্রবন্ধ,কোনটা গল্প, কোনটা গ্রন্থ, কোনটা কবিতা আবার কোনটা নাটক বা চলচ্চিত্র।

প্রায় একই নামের বাংলা একাধিক সাহিত্যককর্ম রয়েছে। বিভিন্ন চাকুরীর নিয়োগ পরীক্ষায় এই সকল সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। কিন্তু বিভিন্ন পরীক্ষার সময় এই সকল সাহিত্য কর্মের ধরণ ও কবি সাহিত্যিকের নাম গড়মিল হয়ে যায়। কারণ প্রায় সবই একই নামের সাহিত্যকর্ম কিন্তু কোনটা কাব্য,কোনটা উপন্যাস,কোনটা প্রবন্ধ,কোনটা গল্প, কোনটা গ্রন্থ, কোনটা কবিতা আবার কোনটা নাটক বা চলচ্চিত্র। যার ফলে পরীক্ষার সময় আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আজকে আমি প্রায় একই নামের বাংলা সাহিত্যককর্ম ও সাহিত্যিকদের নাম খুব সুন্দরভাবে উপাস্থপন করবো আশা করি আর ভুল হবে না। তাই দেরি না করে ঝটপট পড়ে ফেলুন।   
আরও পড়ুনঃ খুবই গুরুত্বপূর্ণ ২০০+ বাংলা সমার্থক শব্দ।
আরও পড়ুনঃ বিভিন্ন পরীক্ষায় আসা ১০০+ গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ।
আরও পড়ুনঃ বিভিন্ন পরীক্ষায় আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা
প্রায় একই নামের বাংলা সাহিত্যককর্ম ও সাহিত্যিকদের নাম এখনই পড়ে ফেলুনঃ 

 নাম
   ধরণ
    কবিদের নাম
 শেষ লেখা
  কাব্য
রবীন্দ্রনাথ ঠাকুর
 শেষ প্রশ্ন
উপন্যাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শেষের পরিচয়
উপন্যাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শেষ বিকেলের মেয়ে
উপন্যাস
 জহির রায়হান
শেষ পান্ডুলিপি
উপন্যাস
বুদ্ধদেব বসু
 শেষের কবিতা
উপন্যাস
রবীন্দ্রনাথ ঠাকুর
 শেষ সপ্তক
উপন্যাস
রবীন্দ্রনাথ ঠাকুর
 দেনা পাওনা
ছোটগল্প
রবীন্দ্রনাধ ঠাকুর
দেনা পাওনা
উপন্যাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অন্নদামঙ্গল
কাব্য
 ভারতচন্দ্র রায় গুণাকর
সারদামঙ্গল
কাব্য
বিহারীলাল চক্রবর্তী
মনসামঙ্গল
কাব্য
কানাহারি দত্ত
কালিকামঙ্গল
কাব্য
 রাম প্রসাদ সেন
গীতাঞ্জলী
কাব্য
রবীন্দ্রনাথ ঠাকুর
গীতবিতান
সঙ্গীত গ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুর
গীতালি
সঙ্গীত গ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুর
গীতগুচ্ছ
কাব্য
সুকান্ত ভট্টাচার্য
মানচিত্র
কবিতা
 আলাউদ্দিন আল আজাদ
মানচিত্র
নাটক
 আনিস চৌধুরী
মৃত্যুক্ষুধা
উপন্যাস
 কাজী নজরুল ইসলাম
জীবনক্ষুধা
উপন্যাস
 আবুল মনসুর আহমেদ
জননী
উপন্যাস
মানিক বন্দ্যোপাধ্যায়
জননী
উপন্যাস
শওকত ওসমান
অভিযাত্রিক
কাব্য
সুফিয়া কামাল
অভিযাত্রিক
উপন্যাস
 বিভূতিভূষণ
সাম্যবাদী
কবিতা
 কাজী নজরুল ইসলাম
সাম্যবাদী
পত্রিকা
 খান মোঃ মঈনুদ্দিন
সাম্য
প্রবন্ধ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
নীলদর্পণ
নাটক
দীনবন্ধু মিত্র
নীললোহিত
গল্প
 প্রমথ চৌধুরী
রক্তরাগ
কাব্য
গোলাম মোস্তফা
রক্তকরবী
নাটক
 রবীন্দ্রনাথ ঠাকুর
রক্তাক্ত প্রান্তর
নাটক
মুনীর চৌধুরী
রিক্তের বেদন
গল্প
 কাজী নজরুল ইসলাম
দেয়াল
উপন্যাস
 হুমায়ূন আহমেদ
দেয়াল
উপন্যাস
 আবুজাফর শামসুদ্দীন
পদ্মা, মেঘনা, যমুনা
উপন্যাস
 আবু জাফর শামসুদ্দীন
পদ্মা নদীর মাঝি
উপন্যাস
 মানিক বন্দ্যোপাধ্যায়
পদ্মাবতী
কাব্য
আলাওল
পদ্মাবতী
নাটক
 মাইকেল মধুসূদন দত্ত
পদ্মাবতী
সমালোচনা মূলক
গ্রন্থ
 সৈয়দ আলী আহসান
পদ্মগোখরা
গল্প
কাজী নজরুল ইসলাম
পদ্মরাগ
উপন্যাস
বেগম রোকেয়া
গল্পগুচ্ছ,গল্পসল্প
গল্প
রবীন্দ্রনাথ ঠাকুর
গল্পবীথি,গল্পাঞ্জলী
গল্প
 প্রভাতকুমার মুখোপাধ্যায়
 একাত্তরের ডায়রি
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
বেগম সুফিয়া কামাল
একাত্তরের দিনগুলি
মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ
জাহানারা ইমাম
একাত্তরের বর্ণমালা
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
এম আর আখতার মুকুল
একাত্তরের যীশু
যুদ্ধভিত্তিক একটি বাংলাদেশী চলচ্চিত্র
শাহরিয়ার কবির
সঞ্চয়িতা
কাব্য সংকলন
রবীন্দ্রনাথ ঠাকুর
সঞ্চিতা
কাব্য
কাজী নজরুল ইসলাম
সঞ্চয়ন
কাব্য
 কাজী নজরুল ইসলাম
সঞ্চায়ন
গবেষণামূলক গ্রন্থ
কাজী মোতাহের হোসেন
কবর
কবিতা
জসীমউদদীন
কবর
নাটক
মুনীর চৌধুরী
পথের দাবী
উপন্যাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পথের পাঁচালি
উপন্যাস
বিভূতিভূষণ বন্দ্যেপাধ্যায়
নাটক
মাইকেল মধুসূদন দত্ত
কৃষ্ণচরিত
প্রবন্ধ
 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কৃষ্ণকান্তের উইল
উপন্যাস
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কৃষ্ণমঙ্গল
কাব্য
 শঙ্কর চক্রবর্তী
জঙ্গনামা
কাব্য
দৌলত উজির বাহরাম খান
জঙ্গনামা
কাব্য
মুহম্মদ গরীবুল্লাহ
খোয়াবনামা
উপন্যাস
আখতারুজ্জামান ইলিয়াস
সিকান্দারনামা
কাব্য  
 আলাওল
নূরনামা/নসিহৎনামা/শাহপরান
কাব্য
আব্দুল হাকিম
আকবরনামা
কাব্য
আবুল ফজল

আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আপডেট থাকুন। তাহলে আমাদের নিয়মিত আপডেট পোস্টগুলো আপনি সবার আগে পেয়ে যাবে। এছাড়াও আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আগামীতে কি ধরণের পোস্ট পাবলিশ করা প্রয়োজন সেটিও আমাদের পরামর্শ দিতে পারেন।

শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

0 coment rios: