বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা যশোর বিশ্বাস না হলে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। আর আপনি যদি যশোরের সন্তান হন তাহলে তো কথায় নেই পোস্ট টি আপনাকে পড়তেই হবে!!!
যশোর অবিভক্ত বাংলার প্রথম ও একমাত্র জেলা ছিল। তখন বৃহত্তর বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা আর চব্বিশপর্গনা বর্তমান জেলাসহ তৎকালিন আরো অনেক অঞ্চলই ছিল এই যশোর জেলারই অন্তর্গত ছোট ছোট মহকুমা। শুধুকি তাই এক সময়কার বাংলার রাজধানিও ছিল এই যশোর।
যশোরের গুরুত্বপূর্ণ অর্জনঃ
- মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম স্বাধীন জেলা আমাদের এই যশোর।
- বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর।
- বাংলাদেশের প্রথম ডিজিটাল মডেল থানা যশোরের সদর মডেল থানা।
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও বীরশ্রেষ্ঠ নূর মোঃ শেখ আমাদের বৃহত্তর যশোরের কৃতি সন্তান তথা।
শিল্পী ও কবি সাহিত্যিকের অবদানঃ
- বাংলাদেশের একমাত্র সনেট কবি বাংলা সর্বর্ন ব্যান্জন বর্ন ও বাংলা নাটকের জনক মহাকবি মাইকেল মধুসুদন দত্ত্ব যশোরের সন্তান।
- বাংলা ভাষার শুদ্ধ শব্দভাণ্ডার প্রমথ চৌধুরীর জন্মস্থান যশোর।
- কবি মুনির চৌধুরী, ডঃ লুৎফর রহমান, কবি ফররুখ আহম্মেদ, কবি মোস্তফা কামাল, বিশিষ্ট মিউজিসিয়ান রবী শংকর ও বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মভিটা যশোরে।
- রাজা প্রতাপাদিত্য রায় বাহাদুর রঘুনাথ ও যদুনাথ মজুমদার যশোরের সন্তান।
- বাংলা চলচ্চিত্রের একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সর্বচ্চো ও সর্বাধীক জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী ববিতা যশোরের সন্তান।
- শাবনূর, সুচন্দা, চম্পা, চিত্রনায়ক রিয়াজ, তিশা, কেয়া, রত্না, শাহানুর, শশী, নাট্যকার সমু চৌধুরী, সাচ্চু, সুমাইয়া শিমু, যশোরের সন্তান।
- উপমহাদেশের শ্রেষ্ঠ সুরকার সঙ্গীতজ্ঞ প্রয়াত প্রনব ঘোষ, প্রখ্যাত সুরকার কমলদাস গুপ্ত, প্রখ্যাত গিতিকার মোঃ রফিকুজ্জামান, সঙ্গীতশিল্পী বিজয় সরকার, আগবর, মনির খান, পাগলাকনাই যশোরের সন্তান।
যশোরীয়দের সাথে আত্মীয়তা করেছেন যারাঃ
এই প্রাচীন সভ্য ও আল্ট্রা মডার্ন ডিজিটাল জনপদ যশোরে যারা আত্ত্বীয়তা করেছেন হয়েছেন যশোর অঞ্চলের আদরের জামাই বাবু তাদের মধ্যে রয়েছেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহা ভারতের মহামান্য মাননীয় রাষ্ট্রপতি জনাব প্রনব মূখার্জী, চিত্রনায়ক ফেরদৌস, নাট্যকার মোস্তফা সারোয়ার ফারুকি, শ্রেষ্ঠ চলচিত্রকার ও উপন্যাসিক জহির রায়হান, বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেন্চুরীয়ান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যশোরের বধু জিবন্ত কিংবদন্তি চিত্রনাইকা শাবানা, বাংলার ফোক সম্রাজ্ঞী মা মাটি ও খেটে খাওয়া মানুষের প্রানের কন্ঠশিল্পী মমতাজ, যশোরের সাবেক জামাই আন্তর্জাতিক ব্যান্ড তারকা নগর বাউল জেম্স, যশোরের আদরের ভাগ্নে ব্যান্ড তারকা হাসান।
যশোরের রাজনৈতিক নেতাদের ভূমিকাঃ
- যশোরের কৃতি সন্তান তত্ত্বাবধায়ক সরকারের প্রথম ও সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান, মহান স্বাধীনতা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দানকারী শহিদ মশিয়ুর রহমান, বাংলার কমরেড অমল সেন, কমরেড সুবাশ বোস, কমরেড ইলামিত্র , পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মুখ্যেমন্ত্রী ও সিপিএম নেতা কমরেড জ্যোতি বসু, পশ্চিমবঙ্গের জনগনের মাটি ও মানুষের মা তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী যশোর অঞ্চলেরই সন্তান।
- পদ্মার এপাড়ে এই অঞ্চলের তুমুল জনপ্রিয় জননেতা ও সাবেক সফল মন্ত্রীদয় ও জননেতা খালেদুর রহমান টিটো , তরিকুল ইসলাম, সফল শিক্ষামন্ত্রী এ এইছ এস কে সাদেক, খান টিপু সুলতান, রবিউল আলম, আব্দুল হাই, বাবু নিতায় রায় চৌধুরী এনারা সবাই বৃহত্তর যশোরের সন্তান।
- স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের সভাপতি নূরে আলম সিদ্দিকী যশোরের সন্তান।
যশোরের অর্থনীতি ও শিল্পঃ
- এদেশের অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করে যশোর।
- আমাদের দেশের যেকোন রাষ্ট্রিয় অনুষ্ঠান, আপনার স্বপ্নের বাশর ঘর, জাতীয় উৎসব পহেলা বৈশাখ ও ভালোবাসা দিবস কল্পনাই করা যায় না যশোরের ঝিকরগাছার গদখালীর অঞ্চলের ফুল ছাড়া।
- বাংলাদেশের বিখ্যাত আকিজ গ্রুপের অন্তত একটি পন্য পাওয়া যায়না এমন বাড়ি বাংলার কোথাও নাই, এটা এই যশোরের।
- যে বাজার থেকে বাজার না করলে বড়লোকের বাজার করায় মন ভরেনা সেই মিনা বাজার এই যশোরের সন্তানের।
- আপনারা রাতের ঘুম কেড়ে নেওয়া সেই স্বপ্ন বিলাসী বিনোদনের রং খুজে পান যেখানে গেলে বাংলাশেদের সেই সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিনোদন কেন্দ্র ফ্যান্টাসিক কিংডম এই যশোরের সন্তানের।
- যে বিদ্যুৎ এর পিলার ছাড়া আপনার বাসায় বিদ্যুৎ সংযোগ পৌছায় না সেটাও যশোরের।
- আমার, আপনার শিক্ষার অস্ত্রো সময়ের তুমুল জনপ্রিয় বলপেন ইকোনো বলপেন সেটাও এই যশোরেই তৈরি।
- যেই সার ছাড়া আপনার ক্ষেতে উন্নতমানের শবজি চাষ হয়না সেই পানপাতা ও নোয়াপাড়া মিস্রসার যশোরের শিল্পনগরী নোয়াপাড়ার তৈরি।
- যেই মাছের পোনা ছাড়া আপনারা বড় মাছের স্বাদই নিতে পারেননা, মাছও চাষ করতে পারেননা, সেই মাছের পোনাও কিন্তুু উৎপাদন হয় যশোরের মৎস হ্যাচারিতে।
- যশোরের বিল বাওড়ে পাওয়া যায় বিখ্যাত মাছ কৈ।
- বিশ্ববিখ্যাত হাইব্রিড পেঁপে এক একটা ৫/১০ কেজি ওজনেরও বেশি যার নাম যশোহরি পেঁপে সেটাও এই যশোরের।
- আপনার বাসার জামাই আদর আর মিষ্টি মিঠায় খাওয়া এসবতো আমাদের যশোরের খেজুরের রস আর চিটাগুড় ছাড়া চলেইনা।
শিক্ষা, প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ঃ
- মাইকেল মধুসুদন বিশ্ববিদ্যালয় কলেজ যার নাম যশোর MM কলেজ।
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- টিচার্স ট্রেনিং কলেজ।
- দেশের প্রাচীন বৃহৎ ও স্বনামধন্য যশোর সরকারি পলিটেকনিক কলেজ।
- যশোর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
- দেশের একমাত্র করোনারী কেয়ার ইউনিট।
- হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।
- যশোরেই হতে যাচ্ছে দেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়।
- যশোরের ঝিনাইদহে রয়েছে বাংলার বৃহৎ ক্যাডেট কলেজ।
- যশোর শিক্ষাবোর্ড।
- খুলানা বিভাগের একমাত্র ও ববিভাগীয় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র।
খেলাধূলা ঃ
ক্রিকেটঃ বৃহত্তর যশোরের কৃতি সন্তান বাংলার সোনার ছেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গর্বিত অধীনায়ক মাশরাফী বিন মুর্তজা , বিশ্বসেরা অলরাউন্ডার বাংলার গর্ব সাকিব আল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল, তুষার ইমরান, ডলার মাহামুদ,আল-আমিন, ইমরুল কায়েস, সানোয়ার,সৌম্যো সরকার।
ফুটবলঃ বাংলাদেশের প্রথম জাতীয় প্রমিলা অর্থাৎ মহিলা ফুটবল দলের ১৩-জন সদস্যা সহ্ পূর্নাঙ্গ বাংলাদেশ জাতীয় প্রমিলা ফুটবল টিমটায় ছিল একমাত্র আমাদের যশোর জেলা প্রমিলা ফুটবল টিম।
বর্তমানে মালদ্বীপসহ, শ্রীলংকা ও নেপালের মতো দেশের বিভিন্ন ক্লাবে আন্তর্জাতিক পর্যায়েও দেশের হয়ে গর্বের সাথে প্রতিনিধিত্ব করে খেলে আসছে যে কজন নারী ফুটবলার তার মধ্য ৫/৭ জন ফুটবলারই আছে এই যশোরের সন্তান।
হাডুডুঃ কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা, আর এই জাতীয় খেলা হাডুডু জগতের জাতীয় বীর টাইগার কবির, যেখানেই চলে টুর্নামেন্ট সেখানেই বাংলাদেশের আন্ঞ্চলিক বাঘা খেলোয়াড়দের অগ্রিম প্রস্তাব থাকে টুর্নামেন্টে টাইগার থাকলে আমরা খেলব না।বাংলাদেশের শ্রেষ্ঠ কাবাডি টিম যশোরের টিম।
খুলনা বিভাগের ‘মস্তিস্ক’ যদি খুলনা নগরী হয় তবে যশোর হল তার ‘হৃদপিণ্ড। আমরা আমাদের যশোরকে নিয়ে গর্বিত এবং যশোরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থলে সর্বদা ধারণ করে চলি।
যশোর শুধু বাংলাদেশের একটি জেলা নয়, যশোর একটি ব্র্যান্ড। আর তাই বাংলাদেশের সর্বপ্রথম বিভাগের দাবীদার এই যশোর।সেই আঙ্গিকে যদি বাংলাদেশে আর একটিও বিভাগ হয় তবে ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া কিংবা কুমিল্লা, নোয়াখালির মতো সাধারন এলাকা নয় একমাত্র সেই বিভাগের দাবীদার এই যশোর।
সোর্সঃ গুগুল, ইন্টারনেট, ফেসবুক
মোঃ সাজেদুর রহমান( শিক্ষক অফ ক্যাডেট শাখা)
Nice information
উত্তরমুছুনThanks for comment.
মুছুন