বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন।

কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন। 

কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন।

একটি ব্লগ বা ওয়েবসাইট কে নজরকাড়া বা দৃষ্টিনন্দিত করতে হলে সেই ব্লগ বা ওয়েবসাইটকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয়। আপনার যদি নিউজ ভিত্তিক অথবা ই-কমার্স ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই এই আর্টিকেল টি পড়া অত্যান্ত জরুরী।আপনি এই আর্টিকেলের সাহায্যে আপনার ওয়েবপেজটি একটা নতুন রূপ দিতে যাচ্ছেন যার ফলে আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে।  এমনকি আপনার ব্লগ বা ওয়েবসাইটটি দেখতে আগের চেয়ে অনেক জাঁকজমকপূর্ণ হবে।  

একটা ভালমানের ওয়েবসাইটে দেখতে পারবেন সেখানে সময় তারিখ উল্লেখ করা আছে। এছাড়াও প্রতিদিনের ব্রেকিং নিউজগুলো প্রদর্শন করা হয়। অর্থাৎ হেডলাইন গুলো ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় মুভিং করতে থাকে। কিভাবে ওয়েবসাইটে সময় তারিখ এবং হেডলাইন বা শিরোনাম ব্রেকিং নিউজ আকারে দেখাতে হবে সেই জন্য আপনি নিচের প্রক্রিয়া গুলো অবলম্বন  করুন।

আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইটে সময় এবং তারিখ সেটিং করবেন।এছাড়াও দেখাবো কিভাবে আপনারা ব্লগ বা ওয়েবসাইটে হেডলাইন বা শিরোনাম ব্রেকিং নিউজ হিসেবে প্রদর্শন করবেন।
  1. গুগল এডসেন্সঃ গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন সকল খুঁটিনাটি আলোচনা।
  2. ব্লগে বা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর ১৫টি কার্যকরী উপায়।
  3. কিভাবে ব্লগার সাইটে মেটা ট্যাগ ও মেটা বিবরণ বসাবেন।

কীভাবে সময় এবং তারিখ সেটিংস করবেনঃ 

Step-1:
প্রথমে আপনারা ব্লগার লেআউটের মধ্যে যাবেন।
কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন।

Step 2:
তারপর ওয়েবসাইটের যে জায়গায় সময় এবং তারিখ দেখাতে চাচ্ছেন ঠিক সেখানে গিয়ে Add a Gadget এ ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে HTML/JavaScript দেখতে পারবেন।

কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন।

Step-3
তারপর HTML/JavaScriptমধ্যে ক্লিক করবেন। এরপর নিচের দেওয়া এই কোড টি কপি করে নিয়ে পেস্ট করবেন। তারপর সেভ করে দিবেন।

কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন।

সময় এবং তারিখের জন্য এইচ. টি. এম. এল কোডঃ

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="padding: 1em 0; text-align: center;">
<h3>
<span style="color: #20124d; font-size: x-large;">সময় এবং তারিখ</span></h3>
<h3>
<span style="color: #cc0000; font-size: x-large;">ঢাকা,বাংলাদেশ&nbsp;</span></h3>
<iframe frameborder="0" height="115" seamless="" src="https://www.zeitverschiebung.net/clock-widget-iframe-v2?language=en&amp;size=medium&amp;timezone=Asia%2FDhaka" width="100%"></iframe> </div>
</div>


 কীভাবে হেডলাইন ,শিরোনাম বা ব্রেকিং নিউজ দেখাবেনঃ

Step-1
প্রথমে আপনারা ব্লগার লেআউটের মধ্যে যাবেন।

কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন।


Step-2
তারপর ওয়েবসাইটের যে জায়গায় সময় এবং তারিখ দেখাতে চাচ্ছেন ঠিক সেখানে গিয়ে Add a Gadget এ ক্লিক করবেন।  সেখানে ক্লিক করলে HTML/JavaScript দেখতে পারবেন।

কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন।


Step-3
তারপর HTML/JavaScript মধ্যে ক্লিক করবেন। এরপর নিচের দেওয়া এই কোড টি কপি করে নিয়ে পেস্ট করবেন। তারপর সেভ করে দিবেন।

কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন।

হেডলাইন ,শিরোনাম বা ব্রেকিং নিউজের  জন্য এইচ. টি. এম. এল কোডঃ

<marquee>আমাদের ওয়েবসাইটে  প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আমাদের নিয়মিত আপডেট খবর পেতে এখনই ওয়েব পেজটি সাবস্ক্রাইব করুন।</marquee>

বাংলা কীওয়ার্ডস: গুগলে সর্বাধিক সন্ধান করা শব্দের তালিকা  জানতে এখানে ক্লিক করুন 



আশা করি উপিরিউক্ত নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার ব্লগ বা ওয়েবসাইটে সময় তারিখ এবং শিরোনাম ব্রেকিং নিউজ খুব সুন্দরভাবে সেটিং করতে পারবেন। আমি খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কাজেই যদি এই আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হন তাহলে আমাদের ওয়েবপেজটি সাবস্ক্রাইব করে রাখুন। ভাল লাগলে কমেন্ট করুন এবং আর্টিকেলটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন।  

শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

১২টি মন্তব্য:

  1. Step 3 এর জন্য অনেক ধন্যবাদ। এই সিস্টেমটা শিখার ইচ্ছা ছিল।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইট থেকে ব্লগ,ইউটিউব গুগল এডসেন্স সম্পর্কে আপনি সকল তথ্য পাবেন। আপনার জন্য এই ওয়েবসাইটটি একটি আদর্শ ওয়েবসাইট হতে পারে। ধন্যবাদ।

      মুছুন
  2. উত্তরগুলি

    1. ধন্যবাদ ভাইয়া, আমাদের নিয়মিত আপডেট খবর পেতে পেজটি সাবস্ক্রাইব করে রাখুন।

      মুছুন
  3. উত্তরগুলি
    1. ধন্যবাদ ভাইয়া, আমাদের নিয়মিত আপডেট খবর পেতে পেজটি সাবস্ক্রাইব করে রাখুন।

      মুছুন
  4. ধন্যবাদ ভাই।
    অনেক কিছুই শিখলাম

    উত্তরমুছুন
  5. ধন্যবাদ বোন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইট থেকে ব্লগ,ইউটিউব গুগল এডসেন্স সম্পর্কে আপনি সকল তথ্য পাবেন। আপনার জন্য এই ওয়েবসাইটটি একটি আদর্শ ওয়েবসাইট হতে পারে। ধন্যবাদ।

    উত্তরমুছুন
  6. এই সিস্টেমটি জানার খুব ইচ্ছা ছিল, ধন্যবাদ MD.Sazedur Rahman ভাই।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইট থেকে ব্লগ,ইউটিউব গুগল এডসেন্স সম্পর্কে আপনি সকল তথ্য পাবেন। আপনার জন্য এই ওয়েবসাইটটি একটি আদর্শ ওয়েবসাইট হতে পারে। ধন্যবাদ।

      মুছুন
  7. mian slider কি ব্রেকিং নিউজের gedet add করা যায় না?

    উত্তরমুছুন
  8. try kore dekhun .. ami kokhono dekhini...ami jevabe dekhiyechi oivabe dekhen hoy kina.

    উত্তরমুছুন